ফুটওভার ব্রিজের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের পথ দেখালেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : চাষাঢ়ায় ফুটওভার ব্রীজ এবং ডাক বাংলো ও পুলিশ ফাঁড়ির সামনে ফুটপাত নির্মাণের জন্য নারায়ণগঞ্জের সকল শিক্ষার্থীদের এক হয়ে আন্দোলনের ডাক দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে সরকারি তোলারাম কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কুতি পুরষ্কার প্রতিযোগিতা-২০১৯ এর পুরষ্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আন্দোলনের ডাক দেন।

সাংসদ সেলিম ওসমান বক্তব্য দেওয়ার সময় তোলারাম কলেজের শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছিলেন যে শিক্ষার্থীদের কি কি সমস্যা হচ্ছে। এসময় কলেজের দুই শিক্ষার্থী চাষাঢ়ায় ফুট ওভার ব্রীজের জন্য তাঁদের সমস্যা হচ্ছে এবং মহিলা কলেজ থেকে কলেজ রোড পর্যন্ত যাতায়াতের জন্য ফুটপাত না থাকায় তাদের সমস্যা হচ্ছে বলে সাংসদ সেলিম ওসমানের কাছে নির্মাণের দাবি জানায়।

এসময় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সাংসদ সেলিম ওসমান বলেন, এগুলো সকাল বেলা ঘুম থেকে উঠে দেখার বিষয় যে আমাদের রাস্তাঘাট হচ্ছে, ওভার ব্রীজ হচ্ছে। রাস্তার ডান পাশ দিয়ে বড় ফুটপাত হয়েছে। ছাত্রছাত্রী, ঘড়ের বউরা আরামে হাটাহাটি করতে পারছেন। এই দাবিগুলো করার বিষয় না। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে এগুলো করা সম্ভব হচ্ছে না। যার কারণে এই দাবিগুলো আসছে।

এসময় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সাংসদ সেলিম ওসমান বলেন, এগুলো সকাল বেলা ঘুম থেকে উঠে দেখার বিষয় যে আমাদের রাস্তাঘাট হচ্ছে, ওভার ব্রীজ হচ্ছে। রাস্তার ডান পাশ দিয়ে বড় ফুটপাত হয়েছে। ছাত্রছাত্রী, ঘড়ের বউরা আরামে হাটাহাটি করতে পারছেন। এই দাবিগুলো করার বিষয় না। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে এগুলো করা সম্ভব হচ্ছে না। যার কারণে এই দাবিগুলো আসছে।

add-content

আরও খবর

পঠিত