নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জ কমিটি থেকে সম্মাননা ক্রেস্ট পেলেন সংগঠনটির সহ সভাপতি মো. শাহজাহান। শনিবার (৩০ নভেম্বর) বিকালে শহরের জেলা গণগন্থাগার সম্মেলন কক্ষে সংগঠনটির নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি এবং নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল ও বিকেএমইএ পরিচালক কবির হোসেনের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তিনি।
এসময় সংগঠনের সভাপতি হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বিকেএমইএ এর পরিচালক কবির হোসেন। এছাড়াও সংগঠনটির সাধারন সম্পাদক মাসুদ রানা মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল মান্নান সাগর, সম্মানিত কার্যনির্বাহী সদস্য ফয়েজ উদ্দিন আহমদ লাভলু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।