না.গঞ্জে ইয়াবা বিক্রির দায়ে ৫ জনের সাজা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে মাদক মামলায় দুইজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এ রায় ঘোষণা করেন। একই মামলায় তিনজনকে ১০ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

১৪ বছরের সাজাপ্রাপ্তরা হলেন, চট্টগ্রামের আনোয়ারা থানার বাসিন্দা আবু তাহেরের ছেলে সেলিম, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মো. সিরাজ মিয়ার ছেলে মহিউদ্দিন।

১০ বছরের সাজাপ্রাপ্তরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মো. ইলিয়াসের ছেলে গিয়াসউদ্দিন, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আজর আলীর ছেলে আব্দুল মান্নান ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নওশাদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম।

পিপি ওয়াজেদ আলী খোকন জানান, ২০১৫ সালের ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল রহমান কোল্ড স্টোরেজ ও মৌচাক বাসস্ট্যান্ডের সামনে থেকে একটি প্রাইভেটকার থেকে আসামিদের আটক করেন র‌্যাব কর্মকর্তা এনামুল হক। এ সময় সেলিম ও মহিউদ্দিনের কাছ থেকে পাঁচ লাখ, গিয়াস, মান্নান, জাহাঙ্গীর ও মঞ্জুরের কাছ থেকে ২ হাজার ৫শ ইয়াবা উদ্ধার করা হয়। পরে এনামুল হক তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

পিপি ওয়াজেদ আরো জানান, মামলায় ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়। মঞ্জুর এ মামলায় জামিনে যাওয়ার পর চট্টগ্রামে বন্দুকযুদ্ধে নিহত হন।

add-content

আরও খবর

পঠিত