নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে এক যুবককে খুঁজছে পুলিশ। ফতুল্লার কুতুবপুর এলাকার সোহান নামের ওই যুবককে ধরতে কয়েক দফায় তার বাড়িতে হানা দিলেও পাওয়া যায়নি।
প্রায় পাঁচ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সোহান তার হাতে থাকা একটি পিস্তল দিয়ে আকাশের দিকে ফাঁকা গুলি ছোড়েন। পুলিশ নিশ্চিত হয়েছে, ভিডিওটি বেশ কয়েকদিন আগের। তবে সোহান যেটা করেছেন, সেটা আইনগত দণ্ডনীয়।
জানা গেছে, সোহান স্থানীয় শাকিল নামের এক সন্ত্রাসীর অনুগামী। আর শাকিল হলেন কুতুবপুরের ডজনখানেক মামলার আসামি মীর হোসেন মীরুর কথিত ভাগ্নে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সোহানকে ধরতে কয়েক দফা তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। এ অস্ত্রের উৎস কী সেটা উদঘাটনে কাজ চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।