না.গঞ্জ ক্লাব নির্বাচনে সেলিম ওসমান সমর্থিত প্যানেলের ১১ জনের মনোনয়ন জমা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালনা পর্ষদ ২০২০ এর নির্বাচনে ক্লাবের উন্নয়নের স্বার্থে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও ক্লাবের সাবেক সভাপতি সেলিম ওসমান সমর্থিত প্যানেলের তিন প্রার্থী পরিবর্তন করে মোট ১১জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।না.গঞ্জ ক্লাব নির্বাচনে সেলিম ওসমান সমর্থিত প্যানেলের ১১ জনের মনোনয়ন জমা

শনিবার (২৩ নভেম্বর) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রাত ৮টায় নারায়ণগঞ্জ ক্লাবের কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের কাছে ক্লাবের সাবেক সভাপতি এ.কে.এম সেলিম ওসমানের উপস্থিতিতে ১১জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ২১ ডিসেম্বর ভোট গ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১৪৫।

এ.কে.এম সেলিম ওসমান সমর্থিত প্যানেলের মনোনয়ন জমা প্রদানকারীদের মধ্যে সভাপতি পদে প্রার্থী হয়েছেন তানভীর আহম্মেদ টিটু, সিনিয়র সহ সভাপতি পদে ডাক্তার শফিউল আলম ফেরদৌস, সহ সভাপতি পদে বিপ্লব সাহা। আর পরিচালক পদে বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হতে যাওয়া প্রার্থীরা হলেন,খাজা এবায়দুল হক (টিপু), আলহাজ্ব মো: শাহীন, সাইদুল্লাহ হৃদয়, এস.এম শাহীন, কৌশিক সাহা, আশিকুর রহমান সুজন, ইব্রাহিম খলিল, ও তোফাজ্জাল হোসেন মুকুল।

এর আগে সভাপতি পদে এম. সোলায়মান, সিনিয়র সহ সভাপতি হারুন অর রশিদ এবং সহ সভাপতি পদে মাহফুজুর রহমান খান মনোনয়ন সংগ্রহ করলেও তারা মনোনয়ন পত্র জমা দেননি। নারায়ণগঞ্জ ক্লাবের উন্নয়নের স্বার্থেই আলোচনার মাধ্যমে প্যানেলের প্রার্থীতায় পরিবর্তন আনা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন উক্ত প্রার্থীরা এবং সকল প্রার্থীদের মনোনয়ন পত্র উনারাই নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন।

এ সময় নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতিদের মধ্যে এ.কে.এম সেলিম ওসমান ও এম. সোলায়মান ছাড়াও উপস্থিত ছিলেন খবির উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র জমা কালে সংসদ সদস্য সেলিম ওসমান ও প্রার্থীরা ছাড়াও আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী, সদস্য শফিকুল ইসলাম, রাশেদ সারোয়ার, জিএম ফারুক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, আপিল বোর্ডের হাবিবুর রহমান বাদল, হুমায়ন কবির খান শিল্পী, ডাক্তার শাওনেওয়াজ চৌধুরী, মাসুদুর রউফ।

প্রসঙ্গত, এর আগে শুক্রবার রাতে সংসদ সদস্য সেলিম ওসমান নারায়ণগঞ্জ ক্লাবে তাঁর সমর্থিত প্যানেলের প্রার্থীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সে সময় তিনি নিজের সমর্থিত পূর্ন প্যানেলের বিজয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন। তিনি বলেন, ইতোমধ্যে প্যানেলের ৮জন প্রার্থী পরিচালক পদে বিনাপ্রতিদ্ব›দ্ধীতায় নির্বাচিত হতে চলেছে। আমি আশাবাদী সভাপতি ও সহ সভাপতি পদে বাকি ৩ জন প্রার্থীও নির্বাচনে বিজয়ী হবেন। প্যানেলের সকল সদস্য নির্বাচিত হলে আগামী তাদের মাধ্যমে নারায়ণগঞ্জ ক্লাবের সকল অনিয়ম বন্ধ করে সুষ্ঠু ভাবে ক্লাব পরিচালিত হবে এবং আমি নিজে পরিচালনা পর্ষদের পাশে থেকে ক্লাবের নির্মাণ হতে যাওয়া নতুন ১৫ তলা ভবনটি আগামী এক বছরের মধ্যে মানুষের ব্যবহার উপযোগী করে  অন্তত ২ তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করতে পারবো বলে প্রত্যাশা রাখছি। যেমনটি আমি নিজস্ব অর্থায়নে জেলা আইনজীবী সমিতির ভবনের এক তলা ছাদের ঢালাই দিয়ে কয়েক মাসের মধ্যে ব্যবহার উপযোগী হয়ে উঠবে। নারায়ণগঞ্জ ক্লাবের ভবনটি নির্মিত হলে শুধু নারায়ণগঞ্জ ক্লাবেরই নয় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের বিয়ে-বৌভাত, জন্মদিনের অনুষ্ঠান পালনে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে তা থেকে মুক্তি মিলবে বলে আমি আশা করছি।

add-content

আরও খবর

পঠিত