নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের পত্রিকার মালিকদের প্রতি সরকার নির্ধারিত ওয়েজ বোর্ড বাস্তবাস্তয়নের তাগিদ দিয়ে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সভাপতি আবদুস সালাম বলেছেন, নারায়ণগঞ্জে অনেক সাংবাদিক কর্মরত আছেন। কিন্তু তারা অনেকেই কোন সম্মানি পায় না। এতে করে বিপদগ্রস্থ হলে নানা অসুবিবধায় পড়তে হয়। তাই প্রত্যেকটি পত্রিকার মালিকদের উচিৎ সকল সংবাদকর্মীদের অন্তত কিছু হলেও সম্মানি দেয়া। ইতমধ্যেই আমাদেরকে কেন্দ্রিয়ভাবে নির্দেশনা রয়েছে নারায়ণগঞ্জে কোন কোন পত্রিকার মালিক ওয়েজ বোর্ড বাস্তবাস্তয়ন করছে না তার একটি তালিকা করার জন্য। খুব শিঘ্রই এটা নিয়ে আমরা কাজ করব। আমি জানি মফস্বলে এটা করা খুব কঠিন। তারপরেও সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা সংবাদকর্মীদেরকে বঞ্চিত করবেন না।
শুক্রবার (২২ নভেম্বর) বাদ আছর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক মেহেদি হাসান নয়নের কুলখানি উপলক্ষে দোয়া পুর্বক স্মৃতিচারণে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি আরো বলেন, নয়নের অসুস্থতার খবর পেয়েই আমরা তাকে সহযোগিতার জন্য সরকারের কাছে অনুদানের আবেদন করেছি। কিন্তু এরআগেই নয়ন আমাদের ছেড়ে চলে গেছে। অনুদানের ১ লাখ টাকা আগামী মাসেই নয়নের স্ত্রীর কাছে তুলে দেবো। এছাড়া সরকারের আরেকটি তহবিল থেকেও আরো ১ লাখ টাকা অনুদান নয়নের পরিবারকে দেয়ার চেষ্টা করবো। সামনের বছর নয়নের ছেলের ভবিষ্যতের জন্য আরো ২ লাখ টাকা অনুদানও এনে দেয়ার চেষ্টা করবো। আমাদের ইউনিয়নের সদস্য হোক কিংবা না হোক জেলার যে কোন সাংবাদিকের সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানাবেন। আমরা সাধ্যনুযায়ী চেষ্টা করবো। সম্প্রতি আরো বেশ কয়েকজন সাংবাদিককে অনুদানের টাকা তাকে অথবা তার পরিবারের হাতে তুলে দিয়েছি।
নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকীর সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মাহমুদ হাসান কচির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহাবুবুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জীবন, দৈনিক মানবকন্ঠের নাহিদ আজাদ, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আবু আল আমিন খান মিঠু, দৈনিক দিনকালের মাকসুদুর রহমান কামাল সহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত নারায়ণগঞ্জের সাংবাদিকবৃন্দ।