সাংবা‌দিক নয়‌নের ছে‌লের দা‌য়িত্ব নিলেন প্রেসক্লাব সভাপ‌তি এড.মাসুম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এবার প্রয়াত সাংবা‌দিক মে‌হেদী হাসান নয়‌নের একমাত্র ছেলে নভি‌লের দা‌য়িত্ব নি‌লেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভা‌পতি এড. মাহবুবুর রহমান মাসুম। প্রয়াত এই সাংবাদিকের ছেলেকে নিজের নাতি হিসেবে মন্তব্য করে তি‌নি ব‌লে‌ছেন, যতদিন বেঁচে থাকবো ততদিন তার লেখা-পড়াসহ যাবতীয় কিছুর দায়িত্ব নিজ কাঁধে তুলে ‌নিলাম। সে আমার না‌তির মত। শুক্রবার (২২ নভেম্বর) বাদ আছর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে নয়নের কলুখানি উপলক্ষে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে দোয়া মাহফিল পূর্ব বক্তব্যে তি‌নি এই ঘোষণা দেন ।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে সাংবাদিকতা আর সম্মিলিত সাংবাদিক, এই দুইয়ের মধ্যে অনেক ফারাক আছে। আমাদের মধ্যে সমন্বয় নেই। দুর্যোগকালীন সময়ে একজন আরেকজনের পাশে দাঁড়াবারই কথা। কিন্তু নয়নের পাশে সেভাবে আমরা দাঁড়াতে পারি নাই। পারি নাই এই কারণে, এ নিয়ে আমরা এক সাথে বসতে পারি নাই।

এসময় মাহবুবুর রহমান মাসুম বলেন, প্রতিটি পত্রিকার একটা আলাদা আলাদা নীতিমালা আছে। সেসব নিজস্ব নীতিমালাতে চলবে। তারপরও এর বাইরে আমাদেরকে মনে রাখতে হবে আমরা গণমাধ্যমকর্মী, সাংবাদিক। পেশাজীবী হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গিটা এই হোক, আমরা একে অপরের ভাই।

এসময় দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম খোকন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, রফিকুল ইসলাম জীবন, এম এ খান মিঠু, এ‌সো‌সি‌য়েশ‌নের সা‌বেক সভাপ‌তি হাজী শ্যামল, সভাপি‌তি মাহমুদ হাসান কচি, সাধারণ সম্পাদক এনামুল সি‌দ্দি‌কি প্রমুখ।

প্রসঙ্গত, এর আ‌গে সাংবা‌দিক মে‌হেদী হাসান নয়‌নের প‌রিবারের পাশে থাকার ঘোষনা দেন নারায়ণগঞ্জ সদর উপ‌জেলা র্নিবাহী কর্মকর্তা ( ইউএনও ) না‌হিদা বা‌রিক। এছাড়াও নয়‌নের স্ত্রী‌ কে নগদ ১০ হাজার টাকা অনদান প্রদান ক‌রে ছোট সন্তান‌টির ভাবিষ্য‌তের কথা বিবেচনা ক‌রে নয়‌নের পরিবারের জন্য সা‌র্বিক সহ‌যোগীতার আশ্বাস দেন তি‌নি।

add-content

আরও খবর

পঠিত