আগামীকাল ভাষাসৈনিক আব্দুল আলীর মৃত্যুবার্ষিকী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মাসদাইর প্রগতী সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা, ভাষা সৈনিক, ফতুল্লা অঞ্চলের সর্বোচ্চ সিবিএ প্রতিষ্ঠাতা, শ্রমিক নেতা একেএম আব্দুল আলী মেম্বারের (আলী ভাই) ৩০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৩ নভেম্বর। তিনিই দেশে প্রথম গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করেন।

এছাড়া তিনি ফতুল্লার মাওলাটেক্সটাইল, করিম রাবার ইন্ড্রাষ্ট্রিজ, জয়নগর স্টিলসহ ২০ টি প্রতিষ্ঠানের সিবিএ এর প্রতিষ্ঠাতা এবং মদনগঞ্জ বাওয়া জুট মিল এমপ্লয়ীজ ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি। ১৯৭৭ সালে এনায়েতনগর ইউনিয়নের বৃহত্তর ৩ নং ওয়ার্ডে (বৃহত্তর মাসদাইর) সর্বোচ্চ ভোট পেয়ে ১ম সদস্য নির্বাচিত হন। মাসদাইর প্রগতি সংঘ, বাড়ৈভোগ ও পশ্চিম মাসদাইর মাইজভান্ডারী খানকা শরীফের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার ও শনিবার মরহুমের সন্তানগণ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, শ্রমিকনেতা আব্দুল আলী মেম্বার দৈনিক সংবাদচর্চা’র বার্তা সম্পাদক আনোয়ার হাসানের পিতা।

add-content

আরও খবর

পঠিত