নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মোবাইলে ও ফেসবুকে লবনের দাম বাড়ার গুজব ছড়ানোর অভিযোগে পৃথক স্থান থেকে দুইজনকে আটক করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো রহিম (২০) পিতা আব্দুল হালিম, সাং-নাগবাড়ি, নারায়ণগঞ্জ এবং অহিদুল ইসলাম (২৮), পিতা: সরু মিয়া, সাং-বেগমগঞ্জ, নোয়াখালী।
জানা গেছে, আটককৃত দুজন প্রতি কেজি লবন ১০০ টাকা কেজি দরে বিক্রী করছিলো এবং বাজারে লবন সংকটের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দিয়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছিলো। প্রাথমিক তদন্তে আসামীদ্বয় অপরাধের কথা স্বীকার করেছে বলে জানায় সদর থানা পুলিশ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, লবনের দাম বাড়ার গুজব ছড়ানো এবং বাজারে লবন সংকটের মিথ্যা তথ্য দিয়ে বেশি দামে লবন বিক্রীর অভিযোগে নিতাইগঞ্জ থেকে রহিম এবং দিগুবাবুর বাজার থেকে অহিদুল নামের এই দুজনকে গ্রেফতার করেছি। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।