ফতুল্লায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় ট্রেনে দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় যুবক নিহত হয়েছে। সোমবার বিকেলে  ফতুল্লার ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকার কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দ্যেশে ছেড়ে আসা ট্রেনটি ফতুল্লার ইসদাইর এলাকা হয়ে যাওয়ার সময় অজ্ঞাত ওই যুবককে ধাক্কা দেয়।

গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় কয়েকজন কিশোর তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টায় ট্রেনের ধাক্কা লেগে আহত হয় ঐ যুবক। দীর্ঘসময় আহত অবস্থায় পরে থাকার পর স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিআরপি পুলিশকে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ স্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, ইসদাইর এলাকায় এক যুবকের নিহতের খবর পেয়েছি। হাসপাতাল থেকে জিআরপি পুলিশ তার লাশ বুঝে নিয়েছে। বর্তমানে তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত