নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই মূলত পুরো ভারত সফর থেকে ছুটি নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। তখন থেকে ভক্ত-সমর্থকদের অপেক্ষা ছিল কবে মিলবে সুসংবাদ। অবশেষে ফুরিয়েছে অপেক্ষার পালা। তামিম ইকবাল ও আয়েশা সিদ্দিকা ইকবালের কোলজুড়ে এসেছে তাদের দ্বিতীয় কন্যা সন্তান।
ফেসবুকে নিজের বাবা হওয়ার খবর জানিয়েছেন তামিম নিজেই। তবে তিনি কিছু লিখেননি। শুধু একটি ছবি আপলোড করেছেন। যেখানে বুমরানগ্রাড ইন্টারন্যাশনাল হসপিটালের কার্ডে লেখা রয়েছে, আমি একজন মেয়ে। আমার নাম আলিশবা ইকবাল খান।
যা থেকে বোঝা যায়, এবার কন্যাসন্তানের বাবা হয়েছেন তামিম। মা আয়েশা সিদ্দিকা ইকবালের সঙ্গে মিলিয়ে যার নাম রাখা হয়েছে আলিশবা ইকবাল খান।
উল্লেখ্য, এর আগে পুত্রসন্তানের বাবা-মা হয়েছিলেন তামিম-আয়েশা দম্পতি। গত ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি তাদের প্রথম সন্তান আরহাম ইকবাল জন্মগ্রহণ করে।