বাদ এশা সাংবাদিক নয়নের জানাযা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সাংবাদিক মেহেদী হাসান নয়নের জানাযা বাদ এশায় দেওভোগ পাক্কা রোড স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। আজ রোববার (১৭ নভেম্বর)   দুপু‌রে তি‌নি শেষ নিশ্বাস ত্যাগ ক‌রেন। এরআ‌গে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে ক্যান্সার রোগের চিকিৎসাধীন ছি‌লেন।

প্রসঙ্গত, মরহুম মে‌হেদী হাসান নয়ন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং টাইমস্ নারায়ণগঞ্জের সম্পাদক হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌‌রেছি‌লেন।

add-content

আরও খবর

পঠিত