নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরজু রহমান ভূঁইয়া বলেছেন, সরকার পুরাকৃতি রক্ষা করছে। কারণ এগুলি এন্টিক। বর্তমানে পাট বিলুপ্ত হয়ে যাচ্ছে। পাট ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। পাট শিল্পও এখন এন্টিক, তাই আমাদের বাঁচিয়ে রাখতে হবে । ১৬ নভেম্বর শনিবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জুট এসোসিয়েশনের (বিজেএ) বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
এ সভায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ২০১৮-১৯ অর্থ বছরের আয় ব্যয় হিসাব সহ নানা বিষয় উপস্থাপন করা হয়। পাশাপাশি প্রায় ২কোটি টাকা ব্যাংকে এফডিআর করা রয়েছে বলে জানানো হয়।
বিজেএর প্রেসিডেন্ট সৈয়দ আলীর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন, বিজেএর সাবেক সভাপতি রেজাউল হক, বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরজু রহমান ভূইয়া, সেক্রেটারী আব্দুল কাইয়ুম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ।
তিনি আরো বলেন, পাট চাষীরা ঠিক মতো মূল্য পেতো না। যার কারনে পাট চাষ বন্ধ করে দিয়েছিলো। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর উদ্যোগে পাট চাষীরা সর্বোচ্চ মূল্য পাচ্ছে। এবং পাট চাষীদের কাছ থেকে কাঁচামাল সংগ্রহ করতে পেরে জুট ব্যবসায়ীরাও তাদের ব্যবসা সুন্দর মতো পরিচালনা করতে পারছে।
সভাপতির বক্তব্যে শেখ সৈয়দ আলী বলেন, জুট ব্যবসায়ীরা অতিতে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্থ হয়েছে। ১৯৮৪ ও ২০১০ সালে রপ্তান্তি বন্ধ হয়েছে, ২০১৩ ও ২০১৪ সালে বিএনপি জামায়াতের তান্ডপে ব্যবসায়ীরা লোকসান অন্য কিছু দেখে নাই। কিন্তু বর্তমান অবস্থা চলমান থাকলে জুট ব্যবসায়ীদের আবারও সোনালী অতিত ফিরে আসবে।