নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : আর্তমানবতার সেবায় রোটারী ক্লাব অব ফতুল্লা নারায়ণগঞ্জ এর ২০০তম মিটিং ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার রাতে শহরের চাষাঢ়ায় গ্রান্ড হল কনভেনশনে সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব অব ফতুল্লা নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট রোটারীয়ান আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিষ্ট্রিক্ট গভর্নর এম খায়রুল আলম। তিনি বলেন, মানবিক গুণাবলী দিয়ে মানুষের সেবায় কাজ করতে হবে এবং দেশের উন্নয়নে যথেষ্ট ভুমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডির্ষ্ট্রিক্ট গর্ভনর ইলেক্ট রুবাইয়েত হোসেন, আইপি ডিজি এএফএম আলমগীর, পিডিজি মাগফুর উদ্দিন, পিডিজি ড. ইশতিয়াক জামান, এস.এম শওকত হোসেন ও সাফিনা রহমান। অতিথিরা বলেন, মানব সেবার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। ফ্যামিলি নাইট অনুষ্ঠানে প্রজেক্ট চেয়ারম্যান পিপি আসাদুজ্জামান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ফতুল্লার সিপি কবির হোসেন পারভেজ, সেক্রেটারী খন্দকার সাইফুল ইসলাম রুবেল, আইপিপি মোঃ আঃ মোতালেব, ট্রেইনার পিপি এডভোকেট ইন্দ্রজিৎ সাহা দীপক, পিপি আব্দুস সাত্তার চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট শহিদুল আলম বাপ্পী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ বেলাল হোসেন, জয়েন্ট সেক্রেটারী হাজী মোঃ কামরুজ্জামান, ট্রেজারার হাজী আব্দুল কাদির, ক্লাব এডমিনিষ্ট্রেশন পিপি এ. এফ.এম কবির, সার্ভিস প্রজেক্ট ডাইরেক্টর হাজী মনির হোসেন, পাবলিক রিলেশন ও ইমেজের এম.এ মান্নান ভূঁইয়া, রোটারীয়ান এ.এফ.এম ইমতিয়াজ, মোঃ মইনুল হক, মোঃ পলিন দেওয়ান, ফেরদৌসী আক্তার রেহেনা, মিজানুর রহমান, মজিবুর রহমান ও খলীফা নুর আলম।
অনুষ্ঠানে হাসান রাজা তাহসান নামে এক গরীব ও মেধাবী ছাত্রকে ১ লাখ ২০ হাজার টাকা শিক্ষা অনুদান প্রদান করেন এবং রোটারীর টিআরএফএ ৩ হাজার ডলার দান করেন রোটারী ক্লাব অব ফতুল্লা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডিষ্ট্রিক সেক্রেটারী পিপি রফিকুল আলম হাসান, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের পিপি আরকে দাস, নারায়ণগঞ্জ সেট্রালের পিপি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, মিড সিটির পিপি সুভাশিষ ভট্টাচার্জ মলয়, আপ টাউনের পিপি আবুল কালাম আজাদ, রাজধানী সোনারগাঁয়ের পিপি তাজুল ইসলাম, পিপি কাজী জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ গ্রীণ সিটির পিপি এবিএম শহিদুর রহমান ও পিপি নুর হোসেন টিটু।
এছাড়া নারায়ণগঞ্জের সাইনিং প্রেসিডেন্ট ফোরামের প্রেসিডেন্ট নাহার ফেরদৌস বেগম সহ উপস্থিত ছিলেন সাইনিং প্রেসিডেন্টের মধ্যে রোটারীয়ান মিজানুর রহমান, মোঃ সহিদুল হক সুমন, মোজাম্মেল হক হীরা, সেলিম রেজা সিরাজী, আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম, সুব্রত কুমার সাহা, নুর আলম সিদ্দিকী, লিটন চন্দ্র পাল, মিজানুর রহমান মিজান ও মোঃ খন্দরকার খালেকুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে জাঁকজমকপূর্ণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন রোটারীয়ান সদস্যরা।