আনন্দধামের আয়োজনে পরিবার এবং ডায়াবেটিস শীর্ষক আলোচনা সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আনন্দধাম কতৃক আয়োজিত বিশ্ব ডায়াবেটিস দিবস-২০১৯ উপলক্ষে পরিবার এবং ডায়াবেটিস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকালে নগরীর রাইফেল ক্লাবে আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাশমত আলী এ কর্মসূচী পালন করেন।

প্রধান অতিথি হাশমত আলী তার বক্তব্যে বলেন, সরকারের ঔষধ প্রশাসনের কোনো দায়ভার আছে বলে আমাদের কাছে মনে হয় না। কারন, সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের ঔষধের মাননিয়ন্ত্রনের দিকে নজর দেওয়া উচিত।

তিনি আরও বলেন, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আমরা যখন ভুক্তভোগী হয়ই, তখন ডাক্তারদের স্মরনাপন্য হই। ভালো মানের চিকিৎসা ও ঔষধের জন্য, কিন্তুু আমরা মান সম্পূর্ণ ঔষধ পাই না। আমাদের একমাত্র ভরসা আল্লাহর উপর। আল্লাহর নামে আধা ঘন্টা জিকির করেন। নিয়ম মাফিক চলাফেরা করুন সুস্হ থাকার জন্য, আমাদের দেশের ঔষধ শিল্পের দিকে নজর দেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। নিয়ন্ত্রন নেই বলে যার ফলে ঔষধ কোম্পানিরা ধরা ছোয়ার বাইরে থেকে যায়। ভালো মানের ঔষধ আছে কিন্তুু চিকিৎসকরা কমিশন পায়না বিধায় সেগুলো লিখেন না। যে সমস্ত ঔষধ কোম্পানির কাছ থেকে কমিশন পায় সেগুলো রোগীর জন্য লিখেন। কারন, কেউ অভিযোগ করেনা বিধায়, তাদের কে আইনের আওতায় আনা যাচ্ছে না। এ ব্যাপারে আনন্দধাম জনকল্যাণমুখী হয়ে সাধারন মানুষকে সচেতন করার জন্য যে উদ্যােগ গ্রহন করেছে, তা যেনো মানুষের উপকারে আসে এ কামনা করছি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সরকার রাষ্ট্র পরিচালনা করছে, বাংলাদেশ এখন বিশ্বে বিভিন্ন দিক দিয়ে এগিয়ে যাচ্ছে সফলতার সাথে। বিশ্বে এখন ডায়াবেটিসে আক্রান্তের দিক দিয়ে ১০ তম স্থানে আছে বাংলাদেশ, আমাদের প্রতিটি পরিবারের উচিত নিয়মিত হাটা এবং খাদ্যাবাস নিয়ন্ত্রন করা। সন্তানদের সময় মতো খাওয়া দাওয়া ও খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। আমি আনন্দধামের সাথে যারা জড়িত তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। তারা এ ধরনের সেবায় নিয়োজিত হওয়ায়।

এ সময় আরও বক্তব্য রাখেন মূখ্য আলোচক, ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জর্জ কোর্টের (পি.পি) এড. ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক আবু সাউদ মাসুদ, মানব কল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবু সিদ্দিক,মোঃ শাহ আলম, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামীউল্লাহ মিলন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল উদ্দিন মাতবর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, নাসিক কাউন্সিলর শারমীন হাবিব বিন্নি, সংগঠনের মহাসচিব আজিজুল ইসলাম বাবু, যুগ্ন সম্পাদক শ্যামল দত্ত, পরিচালক মতিউর রহমান মুক্তি প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত