নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( জাহাঙ্গীর হোসেন ) : ফতুল্লার পিলকুনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা, শিক্ষা উপকরন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোঃ মোবারক হোসেন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
আয়োজন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সদস্য মোস্তফা মোল্লা, মোহাম্মদ হোসেন মোল্লা, মরিয়ম বেগম, মাউন ভিউ স্কুলের অধ্যক্ষ মোস্তাক আহম্মদ, প্রধান শিক্ষক জেসমিন, বতুল আপা, শামীম আহম্মেদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাক্কানী রহমত মঞ্জিল কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা মোশারফ হোসেন। দোয়ায় বিদায়ী ছাত্র-ছাত্রী সহ উপস্থিত সকলের জন্য দোয়া কামনা করা হয়।