সক্রিয় সদস্য ও কর্মীদের পলোশার্ট উপহার দিলো মানব কল্যাণ পরিষদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার মিয়া মোহাম্মদ  ফিরোজ খান বলেছেন, আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। মানবিক গুণাবলি দিয়ে মানুষের সেবা করতে হবে। সংগঠনকে গতিশিল করার জন্য সকল সদস্যকে সামাজিক সচেতনেতায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি চাষাঢ়াস্থ মাধবীলতা সিটি প্লাজায় মানব কল্যাণ পরিষদ কার্যালয় পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন এবং অতিথি হিসেবে সক্রিয় সদস্য ও কর্মীদের সংগঠনের লগো সংবলিত পলোশার্ট উপহার প্রদান করেন।

১২ নভেম্বর মঙ্গলবার দুপুরে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়ার তত্বাবধানে সদর উপজেলা সমাজসেবা অফিসার সংগঠনের সদস্য ও কার্যানির্বাহী পরিষদের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন এবং সাংগঠনিক কাঠামো আরও জোরদার করার জন্য আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, মহাসচিব সাউদ নুর এ আল হাসান, সাংগঠনিক সচিব গোলজার হোসেন ভূঁঞা, অর্থ সচিব মোঃ সাইফুল ইসলাম সহ সমাজকর্মী মোঃ আসাদ, জাহাঙ্গীর হোসেন, মোঃ রাসেল ইসলাম, মরিয়ম আক্তার বৃষ্টি, আমেনা আক্তার, লিপি আক্তার, শাহনেওয়াজ ওলিদ, ফাহিমা ও লাবনী আক্তার প্রমুখ। সংগঠনের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া উপজেলা সমাজসেবা অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অধিদপ্তরের আন্তরিক সহযোগীতা কামনা করেন এবং সকল সদস্যদের সমাজকর্মে মনোযোগী হওয়ার আহবান জানান। পরিশেষে মানব কল্যাণ পরিষদের সক্রিয় সদস্য ও কর্মীদের পলোশার্ট এবং কলম উপহার হিসেবে প্রদান করা হয়।

add-content

আরও খবর

পঠিত