নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের যুবলীগ নেতা সোহেল আহাম্মদ এর উদ্যোগে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ১১ নভেম্বর সোমবার সন্ধ্যায় কুতুবপুর লাকী বাজারস্থ নিজ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করা হয়।
আলোচনা সভায় সোহেল আহাম্মদ তার বক্তব্যে বলেন, শাহাদাত হোসেন সাজনু ভাইয়ের নেতৃত্বে আমরা যুবলীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ রয়েছি। সাংসদ শামীম ওসমানের দিক নির্দেশনা অনুযায়ী ফতুল্লায় যুবলীগকে সুসংগঠিত করতে সাজনু ভাই আমাদের যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেভাবেই কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান, সহ সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ, যুবলীগ নেতা রুহুল আমিন শাকিল, মোঃ সোহেল, নজরুল, হারুন, রাসেল, রিপন, ফারুক, শওকত, সুমন, সোহেল, শাওন, রনি, আরমান, মুরাদ প্রমুখ।