ছাত্রলীগ নেতা হত্যা চেষ্টায় বরিশাইল্যা টিপুকে গ্রেফতারে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : ফতুল্লায় ছাত্রলীগ নেতা মুন্না হত্যা চেষ্টার ঘটনার মূল হোতা বরিশাইল্যা টিপুকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে করেছে এলাকাবাসী। ৬ নভেম্বর বুধবার দুপুরে আড়ালত পাড়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফতুল্লার নব্যগডফাদার বরিশাইল্যা টিপু দীর্ঘদিন ধরে নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করে আসছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দিয়ে আরো বেশী বেপরোয়া হয়ে ওঠে। বরিশাইল্যা টিপুর এসব অপকর্ম থেকে কেউ রেহাই পাচ্ছে না। টিপু ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার দাবি জানিয়ে বক্তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে টিপুকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিবে।

বক্তাদের দাবি, বরিশাইল্যা টিপু অর্থের জোড়ে দীর্ঘদিন ধরে অপরাধ করে যাচ্ছে। কিন্তু রহস্যজনক কারনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিপু এবং তার বাহিনীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মুন্না হত্যা চেষ্টা মামলার বাদী শাওন, আহত মুন্নার স্ত্রী রিয়া আক্তার, মুন্নার বাবা মেরাজ হোসেন, দেলোয়ার হোসেন, ফয়সাল প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত