সাদেক হোসেন খোকার মৃত্যুতে মহানগর যুবদলের শোক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান স্বাধীনতা যুদ্ধের গেরিলা যোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু ও সাংগঠনিক সম্পাদক রাশিদুর রহমান রশো।

৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় এক শোক বার্তায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতৃবৃন্দ বলেন, সাদেক হোসেন খোকা দলমত নির্বিশেষে সারা দেশে একজন সার্বজনীন নেতা ছিলেন। মুক্তিযুদ্ধ শেষে তিনি দেশের উন্নয়নে সাড়া জীবন মনোনিবেশ করেছিলেন। তার মত অকুতোভয় মুক্তিযোদ্ধার পাসপোর্ট আটকে রেখে সরকার চরম হীনমন্যতার পরিচয় দিয়েছে। খোকা ভাইয়ের প্রতি অবমাননা সকল মুক্তিযোদ্ধার প্রতি অবমাননার শামিল।

add-content

আরও খবর

পঠিত