নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত (৩০) যুবকের মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। ৫ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাটি ঘটেছে ৷ ঘটনাস্থলে ওই যুবকের মাথার ধর আলাদা অবস্থায় উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার সকাল ১০ টা ১০ মিনিটে কমলাপুরের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। সোয়া ১০ টার দিকে গলাচিপা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে যুবকটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটির দরজা ধরে দাড়িয়ে ছিল ওই যুবক ৷ হঠাৎ ট্রেনের ঝাঁকুনিতে ট্রেনের চাকার নিচে পড়ে যায় সেই যুবক ৷ এতে যুবকের মাথা বিচ্ছিন্ন হয়ে মাথার ধর আলাদা হয়ে পড়ে তার দেহ। দুই রেল লাইনের মাঝে মাথা আর দেহটি রেল লাইনের বাইরে পড়ে পড়ে থাকে। পরে খবর পেয়ে বেলা সাড়ে ১২ টার দিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে৷
তারা আরো জানান, ওই যুবকের পকেট থেকে গাঁজা ও নেশা জাতীয় ট্যাবলেট পাওয়া গেছে৷ ধারণা করা হচ্ছে নিহত যুবক মাদকাসক্ত অবস্থায় ছিল। তবে নিহতের কোন পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।