সাংবাদিক কচি ও নয়নের সুস্থ্যতা কামনায় দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ ফটো জার্না‌লিস্ট এসোসি‌য়েশন নারায়ণগঞ্জ জেলা সভাপ‌তি মাহমুদ হাসান ক‌চি ও সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক মে‌হেদী হাসান নয়‌ন এর দ্রুত রোগ মু‌ক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত‌ হয়ে‌ছে। এছাড়াও সাংবা‌দিক জা‌হি‌দ হাসান এর জন্য দোয়া করা হয়। ‌২৮ অক্টোবর সোমবার বাদ আসর নারায়ণগঞ্জ প্রেস ক্লা‌ব সম্মেলন কক্ষে বাংলা‌দেশ ফ‌টো জার্না‌লিস্ট এসোসি‌য়েশন জেলা শাখার নেতৃবৃন্দ এ আয়োজন করে। এসময় দোয়া প‌রিচালনা ক‌রেন ইসদাইর সেন্ট্রাল জা‌মে মস‌জি‌দের খ‌তিব মাওলানা শাহ মো.কামরুজ্জামান মজুমদার।

এ দোয়ায় অংশগ্রহন ক‌রেন, প্রেস ক্লা‌বের সা‌বেক সাধারণ সম্পাদক ও দৈ‌নিক সোজা সাপটার সম্পাদক আবু সাউদ মাসুদ, প্রেস ক্লা‌বের সা‌বেক সাধারণ সম্পাদক শরিফ উ‌দ্দিন সবুজ, দৈ‌নিক সমকা‌লের নারায়ণগঞ্জ প্র‌তি‌নি‌ধি এমএখান মিঠু, মানব জমি‌নের ‌বিল্লাল হো‌সেন র‌বিন, দৈ‌নিক যুগান্ত‌রের ফতুল্লা প্র‌তি‌নি‌ধি আল আ‌মিন প্রধান, বাংলাদেশ ফটো জার্না‌লিস্ট এসোসি‌য়েশন জেলা শাখার সা‌বেক সভাপ‌তি শ্যামল, সা‌বেক সভাপ‌তি তাপস সাহা, বাংলাদেশ ফটো জার্না‌লিস্ট এসোসি‌য়েশন জেলা শাখার সহ-সভাপ‌তি শ‌হিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক সি‌দ্দিকী, বাংলাদেশ ফটো জার্না‌লিস্ট এসোসি‌য়েশন জেলা শাখার সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক স‌জিব, দৈ‌নিক ইয়া‌দের সি‌নিয়র চীফ ফ‌টো সাংবা‌দিক সবুজ, সাংগঠ‌নিক সম্পাদক তান‌ভির আহ‌মেদ র‌নি, প্রচার সম্পাদক বিশাল, ক্রীড়া সম্পাদক ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর ফ‌টো সাংবা‌দিক হাসান উল রা‌জিব, সদস্য শ‌হিদ হো‌সেন, ফতুল্লা রি‌পোর্টস ক্লা‌বের সভাপ‌তি রন‌জিৎ মোদক, ফতুল্লা প্রেস ক্লা‌বের সাধারণ সম্পাদক আব্দুর রহীম, ফতুল্লা রি‌পোর্টাস ইউ‌নি‌টির সভাপ‌তি নুরু মিয়া, ফতুল্লা ম‌ডেল প্রেস ক্লা‌বের সভাপ‌তি অনু, সাধারণ সম্পাদক ফ‌রিদ আহ‌ম্মেদ বাঁধন, দৈ‌নিক খোলা কাগ‌জের নারায়ণগঞ্জ প্র‌তি‌নি‌ধি নেয়ামত উল্লাহ, আনন্দ টিভির নারায়ণঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, অগ্রবানী প‌ত্রিকার ‌র্নিবাহী সম্পাদক রাশিদ চৌধুরী, দৈনিক ডা‌ন্ডিবার্তার স্টাফ রি‌পোর্টার জাহা‌ঙ্গীর ডা‌লিম, ডেইলী নারায়ণগঞ্জ এর সম্পাদক আলমগীর আজিজ ইমন, নির্বাহী সম্পাদক ‌শেখ মনির হো‌সেন, সম‌য়ের নারায়ণগ‌ঞ্জ ২৪ এর সম্পাদক খোকন, সান নারায়ণগ‌ঞ্জ প‌ত্রিকার সম্পাদক মাজহারুল ইসলাম রোকন, জেলা রি‌পোর্টাস ইউ‌নি‌টির সভাপ‌তি শ‌হিদুল্লাহ রা‌সেল, জা‌গো নারায়ণগঞ্জ এর নির্বাহী সম্পাদক র‌ফিকউল্লাহ রিপন, প্রা‌চ্যের ড্যা‌ন্ডির বার্তা সম্পাদক মাসুদ রানা র‌নি, ইয়াদ প‌ত্রিকার চীফ ফ‌টো সাংবা‌দিক সৌরভ, অগ্রবানি প‌ত্রিকার চীফ ফ‌টো সাংবা‌দিক পা‌ভেল হক, দৈ‌নিক সকা‌লের সময় জেলা প্র‌তি‌নি‌ধি শ‌রিফুল ইসলাম সুমন, বাংলার চোখ এর ফ‌টো সাংবা‌দিক মাসুদ, ভো‌রের সমাচার এর ফ‌টো সাংবা‌দিক মো. জুয়েল হোসেন, নিউজ ২৪ এর সাংবা‌দিক ব‌দিউজ্জামান রতন, ইমরান, মোহাম্মদ আলী, দৈ‌নিক প্র‌তি‌দি‌নের নারায়ণগঞ্জে ফ‌টো সাংবা‌দিক কাইউম, বাংলা এক্স‌প্রেস এর সম্পাদক উজ্জল হো‌সেন, নারায়ণগঞ্জ টু‌ডে চীফ ফ‌টো সাংবা‌দিক মিলন বিশ্বাস হৃদয়,খবর নারায়ণগ‌ঞ্জ ২৪   এর নির্বাহী সম্পাদক ম‌শিউর রহমান, শত কথা প‌ত্রিকার চীফ ফ‌টো সাংবা‌দিক সাজ্জাদ, নাায়ণগঞ্জের আ‌লো প‌ত্রিকার অ‌জিৎ পাল, যু‌গের চিন্তা ২৪  এর মামুনুর রহমান মামুন, জহীর, অগ্রবা‌নি প‌ত্রিকার ফ‌টো সাংবা‌দিক সে‌লিম, লাইভ নারায়ণগঞ্জ এর ফ‌টো সাংবা‌দিক টিটু, প্র‌তি‌দিন নারায়ণগ‌ঞ্জের সুলতান, সোনালী, মোতা‌লিব মিয়া, রাজু, আ‌শিক প্রমুখ।

উল্লেখ্য, সাংবাদিক মাহমুদ হাসান কচি দীর্ঘ দিন যাবৎ হৃদরোগ সমস্যায় ভুগছিলেন। তিনি ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে বাইপাস সার্জারী করা হয়। বর্তমানে তিনি বাসায় বিশ্রামে রয়েছেন। এছাড়া সাংবাদিক মেহেদী হাসান নয়ন মরণব্যাধি ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

add-content

আরও খবর

পঠিত