নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ভোলায় ইস্কনের সদস্য ঘটনা ঘটিয়েছে, শাক দিয়ে মাছ ঢাকা যায় না মন্তব্য করে নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমীর, ডিআইটি জামে মসজিদের খতিব ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, ভোলার রাজপথ রক্তাক্ত হয়েছে মুসলমানের রক্তে। সাধারন একটি প্রতিবাদ নিয়েও একজন প্রতিবাদ করে কিন্তু সর্বশেষ্ঠ নবী হয়রত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করলে সেটার প্রতিবাদ না করলে আমরা মুসলমানদের কাতারেই থাকবো না। ভোলায় যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাঁদের উপযুক্ত বিচার দেশবাসী দেখতে চায়। এক হিন্দু ইস্কনের সদস্য সে এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু আমরা এটা ভিন্ন খাতে প্রভাবিত করতে চাচ্ছি। আসলে কথা হলো শাক দিয়ে মাছ ঢাকা যায় না। ভোলায় তৌহিদী জনতা ও পুলিশের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনার প্রতিবাদে ২১ আক্টোবর সোমবার বিকাল ৫টায় ডিআইটির (রাজউক) মার্কেটের সামনে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ এর আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যেই পুলিশ ভাইদের গুলি মুসলমানদের বুকে পড়েছে সেই পুলিশ ভাইয়েরাও তো মুসলমান। তোমরা কাদের ইশারায় পাখির মতো গুলি করে তাঁদের শহীদের করলে ? তোমার কি কবর হবে না ? আমরা অতীতে দেখেছি কোন মিছিলকে ছত্রভঙ্গ করতে হলে রাবার বুলেট নিক্ষেপ ও ফাঁকা গুলি করা হয়। কিন্তু পাখির মতো গুলি করে মুসলমানদের একেবারে ধরাশায়ী করা এটা কোন ধরনের আইন এবং কোন প্রশাসন ? এটা আমার বুঝে আসেনা। আমি অনুরোধ করবো যারা প্রশাসনের দায়িত্বে আছেন মেহেরবানী করে আপনাদের খেয়াল রাখতে হবে তাই বলতে চাই আপনাদের গুলি দিয়ে যেন, কারো বুক ছিদ্র না হয়।
মাওলানা আব্দুল আউয়াল বলেন, এসব লোকদের কি অন্যায়ের প্রতিবাদ করার অধিকার নেই? সাধারণ বিষয় নিয়েও মানুষ রাস্তায় প্রতিবাদ করে। হিন্দু ভাইয়েরা যারা এ দেশে আছে তাঁরা তাঁদের পূজা করে যাচ্ছে কোন মুসলমানরা তাঁদের দিকে তাকিয়েও দেখেনা। যেহেতু মুসলিম ধর্ম সবচেয়ে প্রিয় এবং সংহতির ধর্র্ম, সেখানে কখনও অমুসলিমদের উপর মুসলমানরা অক্রমণ করেনা। কিন্তু তোমাদের কি হলো? তোমরা আমাদের নবীকে কটুক্তি করে আমদের অন্তরে আঘাত দিচ্ছো।
বিক্ষোভ সমাবেশে এ সময় ওলামা পরিষদ নেতা কামালউদ্দিন দায়েমি, মাও. ফেরদৌসুর রহমান, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, এমকে মোসাদ্দেক, জাকির হোসেন কাসেমী, আব্দুল কাদের সহ নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।