প্রতিবন্ধীদের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহবান : পারভীন ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমান পত্নী পারভীন ওসমান বলেছেন, আসলে মানুষ মানুষের জন্য, এটা আমরা সবাই জানি। তারপরও আমরা অনেকেই অনেকের জন্য কিছু করি না বা করা হয় না। আজকে যেহেতু সাদা ছড়ি দিবস। আমরা কয়েকটা চশমা, কিছু নগদ অর্থ এবং তাদের পথ চলার হাতে লাঠি তুলে দিচ্ছি। প্রতিবন্ধীদের সাহায্যে প্রতিটি বিত্তবানদের এগিয়ে আসা উচিত তাই সকল প্রতিবন্ধীদের সহযোগীতা করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাই। ১৫ই অক্টোবর মঙ্গলবার বিকালে শহরের কলেজ রোড এলাকায় প্রতিবন্ধী প্রগতি সংস্থার আয়োজনে ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান দুঃস্থ জনকল্যাণ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি ও হুইল চেয়ার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।

সমাজের বিত্তবানদের উদ্দেশ্যে করে তিনি আরো বলেন, আপনারা যারা বিত্তবান আছেন, যাদের ক্ষমতা আছে, যারা দিতে পারেন তাদের উচিত এগিয়ে আসা। এ অন্ধদের কিন্তু অনেক অসুবিধা। তারা যেহেতু চোঁখে দেখেনা, তাদের রাস্তায় চলাফেরা সমস্যা। যারা হাঁটতে পারেন না, তারা হাটতে গেলে অনেক সময় অনেক বিপদ হয়ে যায়। তাই আমাদের উচিৎ তাদেরকে সহযোগীতা করা, তাদের জন্য এগিয়ে আসা। যারা আমরা এদেশের নাগরিক, এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব ও কর্তব্য।এছাড়াও তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে, তিনি যেন দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদেরকে সাহায্য করার লক্ষ্যে সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদির।এর আগে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের নিয়ে শহরের এক বনাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি কলেজ রোড এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘটে। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি ও হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা।

এ সময় প্রতিবন্ধী প্রগতি সংস্থার সভাপতি মাহমুদ তারিকুল ইসলাম লিমনের পরিচালনায় এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো: ইউসুফ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পরিবহণ শ্রমিক ইউনিয়ন সভাপতি আবু তাহের, গার্মেন্টস ডাইং শ্রমিক ফেডারেশন সভাপতি লিয়াকত আলী, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন সভাপতি মোজ্জামেল হক, সুমন, নাদভী আহম্মেদ রুন সহ প্রমুখ ।

add-content

আরও খবর

পঠিত