নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সকাল বার্তা প্রতিদিনের আয়োজনে দুই দিন ব্যাপী সাংবাদিকতার সহজপাঠ শীর্ষক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ৬ অক্টোবর রবিবার শহরের জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
দৈনিক সকাল বার্তা প্রতিদিন এর প্রকাশক ও সম্পাদক প্লাবন রাজুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহমেদুল কবির, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি ও দৈনিক সকাল বার্তা প্রতিদিনের নির্বাহী সম্পাদক রুমানা আক্তার।
জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সমাপনী দিনে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন চ্যানেল টুয়েন্ট ফোর এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক শাওন, আমাদের সময়ের সাংবাদিক ও বিশিষ্ট সাহিত্যিক ইসতিয়াক আহাম্মেদ ও বাংলা ভিশন ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারি ৫০ জনের মাঝে সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।