নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : দৈনিক সংবাদচর্চা পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (ক) অঞ্চল আদালতে পৃথক ৬টি মামলা দায়ের করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের র্শীষ নেতারা। গত ২৩ সেপ্টেম্বর সোমবার ও ২৫ সেপ্টেম্বর বুধবার ২ দিনে পৃথক ৬টি মামলা দৈনিক সংবাদচর্চা প্রকাশক ও সম্পাদক মো.মুন্না খানের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
মামলার বাদী হচ্ছেন : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি ও সরকারি তোলারাম কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদ প্রধান, মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসনাত রহমান বিন্দু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়া রেজা হিমেল ও সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল প্রধান ।
এর আগে গত ২১ সেপ্টেম্বর শনিবার দৈনিক সংবাদচর্চার লিড নিউজের শিরোনাম ছিলো -ভিলেনদের তালিকা প্রস্তুত, অচিরেই এ্যাকশন- সংবাদে জেলা ও মহানগর ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের র্শীষ নেতাদের ছবি দিয়ে প্রকাশ করা হয়। তবে সংবাদের কোথাও তাদের নাম উল্লেখ্য ছিল না। মূলত এ সংবাদটিতে বুঝানো হয়েছে, ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের যারা অপরাধ করছে তাদের তালিকা করেছে প্রশাসন। সে তালিকায় যারা রয়েছে তারা ছাড় পাবে না। ওই সংবাদের জের ধরে গত ২১ সেপ্টেম্বর সোমবার প্রথম মামলা দায়ের করে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল প্রধান । এর পর গত ২৫ সেপ্টেম্বর বুধবার আরো চারটি মামলা দৈনিক সংবাদচর্চা প্রকাশক ও সম্পাদক মো.মুন্না খানের বিরুদ্ধে দায়ের করা হয়।