নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা জুড়ে চলছে পুলিশের বিশেষ অভিযান। এ অভিযানে ২৫ সেপ্টেম্বর বুধবার ভোর থেকে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৬ ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সকল থানায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে নারায়ণগঞ্জ জেলা থেকে ৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-২) মো. সাজ্জাদ রোমন এ তথ্য জানান।
এর মধ্যে ২১ জনকে মাদকসহ গ্রেফতার করা হয়। ৪৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃত কয়েকজন আসামীদের কাছ থেকে মাদক উদ্ধার করেছে পুলিশ।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআিইও-২) মো. সাজ্জাদ রোমন জানান, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে ২৫ সেপ্টেম্বর বুধবার ভোর থেকে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৬ ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সকল থানায় বিশেষ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার ছিলো এ অভিযানের চতুর্থ দিন। জেলার ৭ থানা এলাকাতে এ অভিযানটি চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, এই বিশেষ অভিযানে মোট ২ টি নারী ও শিশু নির্যাতন, ১৫ টি মাদক, সড়ক দূর্ঘটনা মামলা-১ এবং অন্যান্য ৩ মামলা দায়ের করা হয়। এ সংক্রান্তে ২১ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ৮৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ গ্রাম হেরোইন এবং ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ২৯ টি জিআর, গ্রেফতারি পরোয়ানা, ১০ টি সিআর, গ্রেফতারি পরোয়ানা, ৩ টি সাজা এবং ১ টি কা: বি: ৫৪ ধারা গ্রেফতারি পরোয়ানা তামিল করা হয়েছে।