নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ড্রেজিংয়ের মাধ্যমে নদীকে গতিশীল করতে আরো যা যা করা প্রয়োজন তাই করা হবে। সব জায়গায়ই দুর্নীতিগ্রস্ত লোক থাকে; তবে সতর্ক করা হয়েছে যেন এরকম কিছু শোনা না যায়। আমি দায়িত্ব নেয়ার পর চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন দুর্নীতি কম হয়, সব কিছু হিসাবের মধ্যে থাকে। বুধবার (২৫ সেপেটম্বর) নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় ড্রেজার অধিদফতর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের সব নদীকে ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। কারণ ড্রেজিংয়ের মাধ্যমে নদীপ্রবাহ সচল রাখলে পাড় ভাঙন কমে আসবে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ড্রেজিংয়ের মালামাল পরিদর্শন করেছি। এগুলো সংরক্ষণে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে। নতুন মালামাল কেনার ব্যপারে কথা হয়েছে। এ অফিসকে আরো গতিশীল করতে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। আগামী মাসের ৩০ তারিখ এসব নির্দেশনা মানা হচ্ছে কি না দেখার জন্য আসবো।
তিনি আরো বলেন, আমাদের প্রতি আস্থা রাখুন। যেখানে যেখানে নদী ভাঙন সেখানে আমরা আগে নজর দেই। প্রধানমন্ত্রীর ৬৪ জেলায় ৪৪৮টি খাল খনন প্রকল্প চালু রয়েছে, সেগুলোর কাজ চলছে। তবে সব জায়গায়ই আমাদের নদী খনন কার্যক্রম চালু রয়েছে। পরবর্তীতে আরো ৫শ এর মতো খাল খনন করা হবে।