নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান ) : সোনারগাঁ উপজেলায় অটোরিকশা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে সোনারগাঁ থানা পুলিশ গ্রেফতার করেছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) অটোরিকশা ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে করা মামলার তদন্তের সূত্র ধরে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামানের নির্দেশনায় এসআই আবুল কালাম আজাদ অভিযান চালিয়ে ঘটনার সাথে সরাসরি জড়িত ছোট আলমদী এলাকার মহাসিনের ছেলে রাসেল (২৫) ও মহজমপুর দরগাহ এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে ফয়সাল (২৫) কে আটক করে৷ আটককৃত আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে ছিনতাইকৃত অটোরিকশাটি ও উদ্ধার করা হয়৷
এজহার সূত্রে জানা যায়, গত ১১/০৯/২০১৯ তারিখ রাত অনুমান সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় আড়াইজাহার থানাধীন আতাদী গ্রামের আবুল হোসেন এর ছেলে রুবেল(২২) উক্ত অটোরিকশা নিয়ে আড়াইহাজার থানাধীন থানা মোড়ের সামনে অবস্থান কালে ০৩(তিন) জন যুবক অটোরিকশাটি সোনারগা থানাধীন নোয়াগাও এলাকায় যাবে বলিয়া ৩০০/-টাকায় ভাড়া করিয়া রওনা হন। উক্ত অটোরিকশাটি নিয়ে নোয়াগাও উচ্চ বিদ্যালয়ের সামনে ব্রিজের গোড়ায় পৌছানো মাত্র অটোতে থাকা একজন ব্যক্তি বলে আমি ঐ বাড়ী থেকে পাওনা টাকা নিয়ে আসি। এই কথা বলিয়া অটো থেকে নেমে কিছু দুর গিয়ে কিছুক্ষন পর একটি ধারালো অস্ত্র ও পলিথিনের ব্যাগে করে মরিচের গুড়া আসে এবং উক্ত ধারালো অস্ত্র দিয়ে অটোচালক রুবেল কে এলোপাথারী ভাবে কুপিয়ে গুরুত্বর জখম করে এবং চোখে মরিচের গুড়া নিক্ষেপ করে অটো চালককে রাস্তার পার্শ্বে ফেলে ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে অটোরিকশা চালক রুবেলের বাবা আবুল হোসেন (৫৪) ঘটনার দিন রাতে বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।