পবিত্র আশুরা উপলক্ষ্যে নগরীতে তাজিয়া মিছিল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র আশুরা উপলক্ষে নগরীর দেওভোগ থেকে তাজিয়া মিছিল বের করা হয়। প্রতি বছরের ন্যায় এবারো দেওভোগের তাজিয়া মিছিলে মানুষের ঢল নামে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বুক চাপড়ে, হায় হোসেন, হায় হোসেন মাতমে ফোরাত তীরের কারাবালার ঘটনাকে স্মরণ করেন তারা। এতে অংশগ্রহণকারীদের অনেকের পরনেই কালো পাজামা-পাঞ্জাবি দেখা যায়। তাদের হাতে হাতে ঝালর দেওয়া লাল, কালো, সবুজ ঝা ছিলো। মিছিলটি দেওভোগ থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্ডলপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।পবিত্র আশুরা উপলক্ষ্যে নগরীতে তাজিয়া মিছিল

আহেলা সুন্নত ওয়াল জামায়াতের ব্যানারে এক সময় এ তাজিয়া মিছিলের সিলসিলায় নেতৃত্ব দিতেন বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত আলী আহাম্মদ চুনকা, ঐ মহরম বাড়ির মরহুম রুস্তম আলী, মরহুম জমির আহাম্মদ জমু, মরহুম আমিনুল ইসলাম সেক্রেটারী, হানিফ প্রধান, মরহুম শফিউদ্দিন শফি এবং রুস্তম আলীর ছেলে নাজিম উদ্দিন। আর এখন এ সিলসিলার নেতৃত্বে আছেন মরহুম রুস্তম আলীর ছেলে নাজিম উদ্দিন, আলী রেজা রিপন, আলী রেজা উজ্জল, গোলাম মোস্তফা চঞ্চল, সাজ্জাদ হোসেন দিপু, গোলাম সারোয়ার শুভ, রুবেল, মাতিন মোল্লা,   সেলিম হোসেন,আবু রেজা রাসেল,শফিকুল ইসলাম লিটন,আলহাজ্ব জাহাঙ্গীর আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত