নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ সলু এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সোনারগাঁ শ্রমিক লীগের নেতৃবৃন্দ। শনিবার (৩১ আগস্ট) বাদ যোহর ইমানেরকান্দী ঈদগাহ ময়দানে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের পুর্বে রাষ্টীয়ভাবে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। শুক্রবার (৩০ই আগষ্ট) রাত ১১টায় চিকিৎসাধীন অবস্হায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
সলিমুল্লাহ সলু এশিয়ার বৃহত্তর শিল্প প্রতিষ্ঠান আদমজী জুট মিলের (সিবিএ) শ্রমিক নেতা ছিলেন। তিনি সোনারগাঁ উপজেলা সনমান্দী ইউনিয়ন ইমানেরকান্দী গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, বন্ধুবান্ধব, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
জানাযার নামাজে সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। জানাযা শেষে ইমানেরকান্দী গ্রামের কবরস্থানে সমাহিত করা হয়। সাবেক শ্রমিক নেতার মৃত্যুতে সোনারগাঁ উপজেলা শ্রমিকলীগের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। সেই সাথে শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা ব্যক্ত করা হয়।