না.গঞ্জে আব্বাসী জৌনপুরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জে এনায়েত আব্বাসী জৌনপুরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তারা দাবী করে বলেন, চিহ্নিত সন্ত্রাসী, জামাত শিবিরের অর্থযোগান দাতা ও মাদক ব্যবসায়ী ইমরুল কায়েস গংরা কুখ্যাত কাফের কাদিয়ানীদের ইন্ধনে, ইসলামী অপশক্তির সাথে মিলিয়ে দীর্ঘ দিন যাবৎ আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার এবং মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। অনতিবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে নারায়ণগঞ্জ থেকে সারাদেশে কঠোর আন্দেলনে নামবেন বলেও হুশিযারী দেন তারা।

বক্তারা ইমরুল গংদের অচিরেই গ্রেফতারের দাবী জানিয়ে আরো বলেন, বাংলাদেশ এর আমীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ও আলোচক ড. মুফতি এনায়েত আব্বাসী জৌনপুরী একজন সুনাম ধন্য, সৎ চরিত্রের মানুষ। তার বিরুদ্ধে এহেন কর্মকান্ডে নারায়ণগঞ্জের শান্ত পরিবেশকে অশান্ত করার পায়তারা চলছে। দেশ বিরুধী কর্মকান্ড থেকে তাকে বিরত না করলে নারায়ণগঞ্জ সহ সারাদেশের সকল আলেম রাস্তায় নামতে বাধ্য হবে। সকল যুব সমাজ মিলে তাদের শীতলক্ষায় ডুবিয়ে মারবে।

এসময় তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ এর নারায়ণগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুর রশিদ হারুনী এর সাভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,  জামিয়াতুস শাবাব ও কারামত আলী জৌনপুরী ( রহ. ) ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী, মাওলানা জালাল উদ্দিন মাজহারী, মুফতি আহমাদ হাসান, এ বি এম শরীফুল ইসলাম যুক্তিবাদী, মাওলানা মারুফ বিল্লা আশেকী, জি এস শাহীন প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত