নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেছেন, বাংলাদেশের সব জেলাতেই গোয়েন্দা শাখাকে পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে বড় বড় অপরাধ নিয়ন্ত্রণ ও আসামি ধরা হয়। কিন্তু ব্যতিক্রম ছিলো নারায়ণগঞ্জ জেলাতে। এখানে ডিবি পুলিশের কার্যালয়টি ছিলো একটি বিচ্ছিন্ন জায়গায়। যার কারণে প্রায়শই ডিবির বিরুদ্ধে নানা অভিযোগ আসতো।
পুলিশ সুপার বা সিনিয়র অফিসারাদের সরাসরি তত্ত্বাবধানে না থাকায় এমনটি হতো বলে অনেকে মনে করেন। তাই আমাদের উদ্দেশ্য, আমরা সরাসরি ডিবিকে রক্ষণাবেক্ষণ করবো। তাদের কার্যদর্শন করবো। এতে সাধারণ মানুষের বিচার পাওয়ার জায়গাটা আমরা নিশ্চিত করতে পারবো। সাধারণ মানুষকে আরো নিবিড়ভাবে সেবাটা দিতে পারবো। বুধবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এর নতুন কার্যালয়ের উদ্বোধন শেষে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার সাংবাদিকদের প্রতি অনুরোধ রেখে আরো বলেন, আড়াই হাজার পুলিশ সদস্য নারায়ণগঞ্জে। তাদের মধ্যে দুই তিন চারজন খারাপ কাজ করে থাকতে পারে। তাই বলবো, কোনো পুলিশ যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, নিউজ করার আগে অন্তত আমাকে জানান। প্রমাণ দিন। আমি যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নিই তাহলে আপনারা লিখেন। সাংবাদিকদের সহযোগিতার কারণে পুলিশ ভালো কাজ করতে পারছে। আপনাদের লিখনীর মাধ্যমে নারায়ণগঞ্জের পুলিশ ঘুরে দাঁড়াতে শিখেছে। সাধারণ মানুষের সমর্থন উঠে এসেছে। পুলিশ কাজ করতে উৎসাহবোধ করছে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয়, জাতীয়, পিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নূরে আলম, সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) সালেহউদ্দিন আহমেদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন, ডিবির পরিদর্শক এনামুল হক, জেলা পুলিশের মিডিয়া উইংয়ের কর্মকর্তা পরিদর্শক মো. সাজ্জাদ রোমন প্রমূখ।