নারায়ণগঞ্জ পুলিশের আগে সৎ সাহস ছিল না : এসপি হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, নারায়ণগঞ্জের প্রতিটি সাংবাদিক আমাদের সহযোগিতা করছেন। আপনাদের সহযোগিতার কারণেই নারায়ণগঞ্জে যে কাজটি ধরেছে সেটাই সফল হয়েছে। নারায়ণগঞ্জ পুলিশ আগে এরকম ছিল না। নারায়ণগঞ্জের পুলিশ যে কারো বিরুদ্ধে কারো মামলা নিবে, কারো বিরুদ্ধে অভিযান ঘোষণা করবে সেই সৎ সাহস ছিল না। এখন নারায়ণগঞ্জ পুলিশ অভিযোগ নিতে শিখেছে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিখেছে এবং আপনারা আমাদের সহযোগিতা করেছেন। বুধবার (৭ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এর নতুন কার্যালয়ের উদ্বোধন শেষে প্রেসব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, বাংলাদেশের সব জেলাতেই ডিবি জেলা পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে থেকে বড় বড় অপরাধ নিয়ন্ত্রণ ও আসামি ধরা হয়। কিন্তু ব্যতিক্রম ছিলো নারায়ণগঞ্জ জেলাতে। এখানে ডিবি পুলিশের কার্যালয়টি ছিলো একটি বিচ্ছিন্ন জায়গায়। যার কারণে প্রায়শই ডিবির বিরুদ্ধে নানা অভিযোগ আসতো। পুলিশ সুপার বা সিনিয়ির অফিসারাদের সরাসরি তত্ত্বাবধানে না থাকায় এমনটি হতো বলে অনেকে মনে করেন।

ডিবি কার্যালয়টি পুলিশ সুপারের কার্যালয়ের সংযুক্ত করার উদ্দেশ্য সম্পর্কে এসপি হারুন বলেন, আমাদের উদ্দেশ্য ছিলো আমরা সরাসরি ডিবিকে রক্ষণাবেক্ষণ করবো। তাদের কার্যদর্শন করবো। এতে সাধারণ মানুষের বিচার পাওয়ার জায়গাটা আমরা নিশ্চিত করতে পারবো। সাধারণ মানুষকে আরো নিবিড়ভাবে সেবাটা দিতে পারবো।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের কমর্কর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ সুপার কার্যালয়ে ডিবির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।

add-content

আরও খবর

পঠিত