নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানে সিলিন্ডার বিস্ফোরণে সাব্বির হোসেন (১৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ৩ আগস্ট শনিবার সকালে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় আনন্দ শিপ বির্ল্ডাস নামক প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সাব্বির হোসেন (১৫) নামে এক কর্মী নিহত হয়েছেন। এছাড়া বিষ্ফোরণে নিহতের সহোদর রবিন (২২), সোহেল মিয়া ও নাজির হোসেন নামে আরো তিনজন মারাত্মক দ্বগ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইসলামপুর এলাকায় আনন্দ শিপ বিল্ডার্সে ঝালাইয়ের কাজ করতেন একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিন (২২) ও সাব্বির (১৫)। প্রতিদিনের ন্যায় সকাল ৮টার দিকে অফিসে ঢোকেন তারা। কর্মরত অবস্থায় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
এতে ঘটনাস্থলে আগুনে দ্বগ্ধ হয়ে সাব্বির নিহত হন। সাব্বিরের বড় ভাই রবিন, সোহেল মিয়া ও নাজির হোসেন আগুনে দ্বগ্ধ হয়ে মারাত্মক আহত হলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধ রবিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সোনারগাঁ থানা পুলিশ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, জাহাজ নির্মাণ কাজে ব্যবহৃত সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।