রাস্তা থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নেয়ার অনুরোধ কাউন্সিলর খোরশেদের

নারায়গঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : একটি মডেল ১৩নং ওয়ার্ডের সম্মানিত নাগরিকদের জানানো যাচ্ছে যে সকল নির্মাণ সামগ্রী রাত ১০ টার পরে আনলোড করে সকাল ৮ টার মধ্যে রাস্তা থেকে সরিয়ে নিতে হবে। সকাল ৮ টার পরে নির্মাণ সামগ্রী রাস্তায় রাখা যাবে না। রাস্তায় নির্মাণ সামগ্রীর জন্য জনগণের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। ৮ টার মধ্যে রাস্তা থেকে সরিয়ে নেয়ার জন্য ও বালু ড্রেনের উপরে না রাখার জন্য সবিনয় অনুরোধ করেছেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

শুক্রবার ( ২ আগস্ট) ১৩নং ওয়ার্ডের রাস্তা বন্ধ করে নির্মাণ সামগ্রী রেখে জনগনের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে ১৩নং ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে আমলাপাড়া থেকে নির্মাণ সামগ্রী জব্দ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। পর্যায়ক্রমে ১৩নং প্রতিটি এলাকায় এই অভিযান অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানের পরিচালনা করেন ১৩নং ওয়ার্ডের কঞ্জারভেন্সী ইন্সেপেক্টর শ্যামল পাল, ওয়ার্ড সচিব  মো. আলী সাবাব টিপু ও কঞ্জারভেন্সী সুপারভাইজার মোশারফ হোসেন হারুন।

add-content

আরও খবর

পঠিত