নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শিক্ষা প্রতিষ্ঠানে শিশু ও নারীদের ধর্ষণ, হত্যা, যৌন হয়রানী ও গুজব প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১ টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রবাহ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রবাহ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শিউলি আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা ওসি মো. কামরুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুল ইসলাম, ইউনেস্কো ক্লাব অব নারায়নগঞ্জের সভাপতি আরিফ মিহির, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক জি এম জাব্বার চিশতী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
নারায়ণগঞ্জ সদর থানা ওসি মো. কামরুল ইসলাম বলেন, একটি মহল অরাজকতা সৃষ্টি করার জন্য গুজব ছড়াচ্ছে। যদি কোথাও কোন সমস্যা হয়ে থাকে তাহলে সরাসরি আমাদেরকে জানাবেন। আমরা প্রস্তত রয়েছি। আইন নিজের হাতে তুলে নিবেন না।