নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, নারীর অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া প্রত্যেকটি পদক্ষেপ সফল হয়েছে। এ কারণেই নারীরা এগিয়ে যাওয়ায় এখন দেশ এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ৬০ জন নারীকে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকা এসব কথা বলেন।
জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান ও এমপি খোকার সহধর্মীনি ডালিয়া লিয়াকতের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে এই ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সভাপতির বক্তব্যে ডালিয়া লিয়াকত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে এই ক্ষদ্রঋণ প্রকল্পের ব্যবস্থা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত ঋণ দিয়ে নারীরা নিজ বাড়িতে হাঁস, মুরগি ও গবাদি পশু পালন করে এবং সেলাই মেশিন কিনে সেলাই কাজের মাধ্যমে ঘরে বসেই ভালো উপার্জন করতে পারবেন। এতে তাদের পরিবারে স্বচ্ছলতা আসবে। নারীদের জন্য অত্যন্ত উপকারী এই ঋণ প্রকল্পের ব্যবস্থা করায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি।
ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী।
এছাড়া এসময় উপজেলা প্রকৌশলী আলী হায়দার খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান জাহানারা আক্তার, পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।