টিভিতে যতদিন আযান থাকবে, এরশাদ ততদিন বেঁচে থাকবে : নাজমা আক্তার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর মৃত্যুতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৭জুলাই) বাদ মাগরিব মো. জয়নাল আবেদীনের আয়োজনে আল জয়নাল প্লাজার ৩য় তলায় জাতীয় পার্টি কার্যালয় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যু এর চারদিন উপলক্ষ্যে পবিত্র কুরআন শরীফ খতম আয়োজন করা হয়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মো. জয়নাল আবেদীন সভাপতিত্বে প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার বলেন, বাংলাদেশের একজন মহান নেতা ছিলেন হুসাইন মুহাম্মদ এরশাদ। তার মত এমন মহান নেতা বাংলাদেশ ও পৃথিবীতে আর একটাও আসবে না।

আজকে এই মহান নেতার লাখ গুনের কথা বলেও শেষ করা যাবে না। তিনি সব সময় বাংলাদেশের উন্নয়নের কথা চিন্তা করেছেন। মানুষের সুখে দু:খে সব সময় মানুষের পাশে ঝাপিয়ে পরেছেন। তিনি শুক্রবার ছুটি সহ টিভিতে আযান, স্কুল ছুটি সহ বিভিন্ন ছুটি ও উন্নয়ন করেছেন। বাংলাদেশের উন্নয়নে মূখ্য ভূমিকা পালন করেছেন হুসাইন মুহাম্মদ এরশাদ। যতদিন বাংলাদেশের টিভিতে আযান থাকবে, ততদিন হুসাইন মুহাম্মদ এরশাদ এই দেশে বেঁচে থাকবে।

add-content

আরও খবর

পঠিত