নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বন্ধুদের নিয়ে নদীতে গোসল করতে এসে রকিবুল (২৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৭ জুলাই) দুপুরে নবীগঞ্জস্থ শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রকিবুল আত্মীয়ের বাড়িতে খানপুর এলাকায় থাকে। ফতুল্লার শিবুমার্কেট এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করতো।
জানা গেছে, রকিবুল দুপুরে কয়েকজন বন্ধুর সাথে শীতলক্ষ্যায় গোসল করতে নামে । রকিবুল ও তার আরেক বন্ধু নদীর পাড়ে নোঙর করা জাহাজ থেকে নদীতে ঝাপ দিতে থাকে। এক পর্যায়ে তার বন্ধুকে স্রোতের টানে ভেসে যেতে দেখে জাহাজ থেকে লাফিয়ে বন্ধুকে বাঁচাতে এগিয়ে যায় রকিবুল। পরে স্রোতের টানে কুলিয়ে উঠতে না পেরে নিজেই পানিতে তলিয়ে যায়। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছেনা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে আমাদের তিনটি টিম সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও রকিবুলের কোন খোঁজ পায়নি। পানিতে তলিয়ে গেলে স্রোতের টানে অন্য কোথাও চলে যাওয়ার আশংকা রয়েছে বলে জানান। তবে জানতে পেরেছি তার বন্ধু একটি নৌকা ধরে প্রাণে বেঁচে গেছে।