নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আরো ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে ছয় মাস করে কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, চট্টগ্রাম জেলার সাতকনিয়া থানার আলী হোসেনের ছেলে ফোরকান উদ্দিন, একই জেলার উত্তর নয়াপাড়া গ্রামের কবির আহম্মেদের ছেলে হারুন ও কক্সবাজার জেলার টেকনাফ থানার শাহ আলমের ছেলে শাহাজাহান।
নারায়ণগঞ্জ আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন জানান, ২০১৬ সালের ১৫ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে শান্তিধারা হকার্স মার্কেটের সামনে গ্যাস চালিত সিএনজি অটোরিকশা তল্লাশির সময় তিনজনকে গ্রেফতার করা হয়। ওই সময় তাদের থেকে ৬৬ হাজার ৮শ ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘটনায় মোট ১৬ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।