নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে আল আমিন নগর প্রিমিয়ার লীগ গ্রাউন্ড শর্ট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শুক্রবার সন্ধ্যায় সৈয়দপুর আল আমিন নগর এলাকায় এই গ্রাউন্ড শর্ট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মো: শেখ তমাল। বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মো: মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম, মোঃ শুক্কু শেখ, মোঃ শুক্কুর মাহমুদ, মোঃ স্বাধীন প্রধান, মোঃ স্বপন মিয়াজী, মোঃ খোরশেদ দেওয়ান। বন্ধু উন্নয়ন সংগঠন, সবুজ বাংলা, শ্যামল ছায়া, তরুন সংঘ এর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহন করেছে।