চাষাঢ়ায় সুপার শপ দেশি বাজারকে জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নগরীর চাষাঢ়ায় অভিযান চালিয়ে পণ্যে আমদানিকারক সিল না থাকায় সুপার শপ দেশি বাজারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০২ জুলাই) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক।

নাহিদা বারিক জানান, পণ্যে আমদানিকারক সিল না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এসব বিষয়ে খেয়াল রাখতে সতর্ক করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত