সোনারগাঁয়ে ভুয়া ডাক্তার গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে বৃহস্পতিবার রাতে অনুমোদনহীন একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার গোলাম জাকারিয়া কাঁচপুরের দি স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের এমডি। শুক্রবার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, ভুরি ভুরি ডিগ্রিধারী ডাক্তার পরিচয়ে রোগী দেখার সময় গোলাম জাকারিয়াকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ডা. এম.এইচ জাকারিয়া এমবিবিএস, এফসিজিপি (এফ মেডিসিন) পিজিটি যৌন এলার্জি পিজিটি (মেডিসিন ও শিশু) মেডিকেল অফিসার (ভি-নিট) লেখা প্যাড ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। তিনি এসব ডিগ্রীর কোনো সনদ বা সার্টিফিকেট দেখাতে পারেননি। বিএমডিসির রেজিস্ট্রেশনও নেই তার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, স্থানীয় স্কুল থেকে এসএসসি পাস করেছে। সে দীর্ঘদিন যাবৎ নিজেকে এমবিবিএস ও বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখে আসছে। এছাড়া অনমোদনহীন ওই হাসপাতালের এমডি সে।

add-content

আরও খবর

পঠিত