নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : কোপা আমেরিকার গ্রুপ পর্বে যতটা বাধা আর সমস্যার মধ্যে পড়তে হয়েছিল আলবিসেলেস্তোদের, কোর্টার ফাইনালে ততোটা বেগ পেতে হয়নি মেসিদের।
ভেনিজুয়েলাকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ আগেই সেমিফাইনাল নিশ্চিত করা স্বাগতিক ব্রাজিল।
শুক্রবার রিও দে জেনেইরোয় স্থানীয় সময় বিকালে মাঠে নামে দুই দল। তবে গত আসরে তাদের বিপক্ষে সহজ জয় পেলেও, সাম্প্রতিক সময়ে ভেনিজুয়েলার পারফর্মেন্স চিন্তায় ফেলে দিয়েছিল আগুয়েরাদের। তবে সে চিন্তা ম্যাচ শুরুর ১০ মিনিটে ঘুছে যায় মার্তিনেসের গোলের মধ্য দিয়ে।
মেসির কর্নার কিকে ভেনিজুয়েলা ঠিকমত ক্লিয়ার করতে না পারার সুযোগ নেন আগুয়েরা। সেখান থেকে ব্যক হিলে অপ্রত্যাশিত লিড পান মেসিরা।
এরপর দ্বিতীয়ার্ধের খেলায় ৭৪ মিনিটে লিড বাড়িয়ে নেয় আর্জেন্টিনা। এ গোলটিও ছিল ভেনিজুয়েলার নিজেদের ভুলের ফসল। আগুয়েরার শট ভাল মতো ধরতে ব্যর্থ হন প্রতিপক্ষের গোলরক্ষক। সুযোগ বুঝে বদলি লো সেলসো প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়ে এগিয়ে নেন দলকে।
তিন ম্যাচ পর ভেনিজুয়েলার বিপক্ষে জয়ের দেখা পেল মেসিরা। এর আগে রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে দুই ম্যাচে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আর্জেন্টিনাকে। আর গত মার্চে প্রীতি ম্যাচে ৩-১ গোলে ভেনিজুয়েলার কাছে হেরেছিল মেসিরা।
এদিকে, দীর্ঘ বিরতির পর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল। সবশেষ ২০০৭ সালে কোপা আমেরিকার ফাইনালে সেলেসাওদের সামনে পড়েছিল মেসিরা। সেবার ৩-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল।