নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জসিম উদ্দিন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক  হিসেবে দায়িত্ব  গ্রহণ করেছেন মো. জসিম উদ্দিন । আর এদিনই বিদায় নিয়েছেন প্রাক্তন জেলা প্রশাসক  রাব্বী মিয়া। ২৪ জুন সোমবার সকালে রাব্বী মিয়া জেলা প্রশাসনের দায়িত্ব নতুন জেলা প্রশাসক জসিম উদ্দিনের হতে তুলে দেন। একই সঙ্গে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

জানা গেছে, ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর রাব্বী মিয়া নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক  হিসেবে যোগদান করেন। তাকে বদলি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব পদে নিযুক্ত করা হয়েছে। আর মঙ্গলবার নতুন জেলা প্রশাসক  হিসেবে দায়িত্ব  গ্রহণ করেছেন  পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন

এর আগে ২৩ জুন রবিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক জসিম উদ্দিনকে গার্ড অব অনার প্রদান করা হয়।  এ সময় সদ্য বদলি হওয়া জেলা প্রশাসক রাব্বী মিয়াসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত