নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : দীর্ঘ ৭ বছর পর সুতা ব্যবসায়ীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২২ জুন) সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, বিরতীহীনভাবে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। সুষ্ঠ, সুন্দর ও উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
জানা গেছে, এবারের নির্বাচনে দুইটি প্যানেল থেকে ৩৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। জেনারেল গ্রুপ থেকে ৭৭৪ জন ও এসোসিয়েট গ্রুপ থেকে ১৬২ জন ভোটার ভোট দিবেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বিকেএমইএ এর প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক। সদস্য হিসেবে রয়েছেন রাশেদ সারোয়ার ও ফারুক বিন ইউসুফ পাপ্পু।
এম সোলায়মানের নেতৃত্বাধীন প্যানেলের ১৮ জন প্রার্থীরা হলেন, এম সোলায়মান, আব্দুল মান্নান মিঞা, আব্দুল্লাহ্ আল হোসেন বাপ্পি, মো. হুমায়ুন কবীর, মো. সাইদুর রহমান মোল্লা, দেবদাস সাহা, মো. আজহার হোসেন, মো. হাবিব ইব্রাহীম, মিন্টু চন্দ্র সাহা, মো. সাইদুর রহমান, মো. মহিউদ্দিন তুরান, মো. আব্দুল কাদির (সাধারণ গ্রুপ)। মো. মাহফুজুর রহমান খান মাহফুজ, মো. মকবুল হোসেন, মো. কামরুল হাসান, মো. খায়রুল কবীর, অসীম কুমার সাহা, মো. ফয়সাল আহাম্মদ দোলন (এসোসিয়েট গ্রুপ)।
লিটন সাহার নেতৃত্বাধীন প্যানেলের ১৮ জন হলেন, লিটন সাহা, অশোক মহেশ্বরী, মো. মোজাম্মেল হক, মো. সেলিম রেজা, মো. মজিবুর রহমান, মো. আমিন উদ্দিন, মো. সিরাজুল হক হাওলাদার, মো. আকবর হোসেন, সঞ্জীত রায়, তাজুল ইসলাম, মোস্তফা এমরানুল হক মুন্না, জয় কুমার সাহা (সাধারণ গ্রুপ)। এবং মোহাম্মদ মুসা, মো. মুকুল হোসেন মল্লিক, মজিবর রহমান, মাওলানা নাজমুল হুদা বিন মাহিদ, মো. মেহেদী হাসান, আফসার আহমেদ (এসোসিয়েট গ্রুপ)।