জয়ের পথে দলীয় শতক পার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : সৌম্যর উইকেট হারিয়ে দলীয় ফিফটি আগেই পার করেছেন সাকিব-তামিম।এখন তাদের হাত ধরে পার করল দলীয় শতক। শক্ত হাতে হাল ধরে ব্যাট করছেন সাকিব ও তামিম।  এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে ১ উইকেটে ১০০ রান।

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি এখন টিম বাংলাদেশ। আগে ব্যাট করে ৩৮১ রানের পাহাড় গড়ে অজি দল। যা পার করতে পারলেই বিশ্বকাপে টিকে থাকার আশা বেঁচে থাকবে টাইগারদের সামনে। এ লক্ষ্যে ব্যাট করতে নেমে ভুল বুঝাবুঝিতে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

বড় লক্ষ্যের জাবাবে ব্যাট করতে আসেন টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। আউট ফিল্ড ভেজা থাকায় বল ছুটার গতি স্লো হলেও বেশ এগোচ্ছিল বাংলাদেশ। এক ভুল কলে ভেঙে গেল ওপেনিং জুটি। ফিঞ্চের ডাইরেক্ট থ্রোতে ১০ রানে আউট হলেন সৌম্য সরকার ।

এর আগে ট্রেন্ট ব্রিজে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৮১  রান। ওয়ার্নার একাই ১৬৬ রান করেন । এছাড়া খাজা ৮৯ রান করে দলের রানে বড় অবদান রাখেন।

বাংলাদেশের ব্যাটিংয়ে এখন ক্রীজে আছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তারা অপরাজিত আছেন যথাক্রমে ৪২  ও ৩৯ রানে। দুজনের সামনেই ফিফটির হাতছানি।

add-content

আরও খবর

পঠিত