নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে জমজমাট তাস খেলার আসর বসছে। তবে এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ সৃষ্টি হয়েছে জেলার সুশীল সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনে। বুধবার (১৯ জুন) দুপুরে দেখা গেছে, চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে বসে তাস খেলছিলেন তিনজন ব্যক্তি। তাদের সাথে দুই জন দর্শকও ছিলেন। প্রকাশ্যে শহীদ মিনারের পবিত্রতা লঙ্ঘন করে বেদিতে বসে তাস খেলার ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শহীদ মিনারে যত্রতত্র মোটরসাইকেল নিয়ে প্রবেশ, বেদিতে জুতা নিয়ে উঠা, দোকান বসানো এমনকি মাদক সেবনের স্থান বানানোর অভিযোগ বেশ আগে থেকেই চলে আসছিলো। আমরা শহীদ মিনারে সার্বক্ষণিক একজন প্রহরী দেয়ার দাবি তুলেছিলাম। আজ যেটি হলো তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। অবিলম্বে শহীদ মিনারের পবিত্রতা রক্ষার্থে এখানে নিরাপত্তা প্রহরী দেয়ার দাবি জানাই।
এব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বলেন, শহীদ মিনারের পবিত্রতা রক্ষার দায়িত্ব আমার, আপনার সকলের। সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলা ছিল কিনা সেটি আমরা খতিয়ে দেখবো। প্রকাশ্যে শহীদ মিনারের বেদিতে বসে তাস খেলা নি:সন্দেহে একটি নিন্দনীয় কাজ।