নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রায়ত সাংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমান স্মৃতি দুস্থ্য ও জনকল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভীন ওসমানের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) বাদ যোহর নগরীর খাঁনপুর ব্যাংক কলোনী এলাকা সংলগ্ন মহব্বত আলীর মাঠ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
দোয় ও মিলাদ মাহফিলে পারভীন ওসমানের সুস্থতা কামনা এবং তার পুত্র আলহাজ্ব আজমেরী ওসমান সহ পরিবারের সকলের সুস্থ্যতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়েছে। পরে গরীব, দুস্থ ও আসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন, নাসিক ১২নং ওয়ার্ড খাঁনপুর এলাকাবাসীর পক্ষ থেকে মো. আব্দুল কাদির, আব্দুল হাই, মো. রিপন আহমেদ, এস আলম রাজীব, মো. বিল্লাল হোসেন সহ প্রমূখ।